মানিকগঞ্জে পেশাজীবী মোটরযান চালকদের কর্মশালা শুরু
মানিকগঞ্জে শুরু হয়েছে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী মোটরযান চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম-সচিব রাশিদা ফেরদৌস।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন।
বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন মিঞা, মানিকগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন, বিআরটিএর ইনস্পেক্টর সামসুদ্দিন আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন মানিকগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন মানিকগঞ্জের ৮০ জন পেশাজীবী চালক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন