কিশোরগঞ্জে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:২৮

কিশোরগঞ্জে সন্ত্রাস. নাশকতা ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদউল্লাহ, সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক, জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা প্রমুখ।

সভায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী আলোচনা করা হয়।

এর আগে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :