ভৈরবে চানাচুর কারখানায় আগুন

ভৈরব (কিশোরঘঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৬, ১১:১৮

কিশোরগঞ্জ ভৈরবের ঘোড়াকান্দা এলাকার একটি চানাচুর কারখানায় আগুন লেগেছে। এতে মেশিনারিসহ কারখানাটির উৎপাদিত চানাচুরসহ তিনটি গুদামের কাচামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা মালিক সুলায়মান মিয়ার।

বুধবার রাত ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও ডিফেন্স বাহিনীর কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, বুধবার রাত ১২টার দিকে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার সুলায়মান মিয়ার চানাচুর কারখানার শ্রমিকরা কারখানায় কাজ করছিল। হঠাৎ বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে মূহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকরা ছুটে বাইরে বের হয়ে আসে। সে সময় আগুনের লেলিহান শিখা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় বসবাসকারী লোকজনের মাঝে আতংকের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :