ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন

মাগুরায় আ.লীগের দুই বিদ্রোহীসহ ৩ প্রার্থীর মনোনয়ন জমা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩৫

মাগুরা জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ প্রার্থী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই আ.লীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, স্বতন্ত্র ২ প্রার্থী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রানা আমীর ওসমান এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি স্থানীয় শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবল্লাহ কুটি।

দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, বর্তমান জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন।

একই সময়ে জেলা প্রশাসকের কাছে মনোনয়ন জমা দেন সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী কামরুন নাহার জলি ও ফারহানা চৌধুরী, পুরুষ সদস্য পদের প্রার্থী বেনজির আহমেদ ও আনিসুর রহমান খোকন।

এ দিকে দুপুরে জেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কুতবুল্লাহ কুটি। অন্য দিকে বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রানা আমীর ওসমান রানা।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :