নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যায় লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৬, ১৬:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যা নদী থেকে বালুবাহী ট্রলারের চালক মোশারফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার তারাব বাজারঘাট এলাকা থেকে ওই বালুবাহী ট্রলার চালকের লাশটি উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নয়ানগড় এলাকার মৃত সোনা মিয়া সৈয়ালের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে তারাব এলাকায় বসবাস করে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার চালিয়ে আসছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন তিনি। রাতে তারাব বাজারঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ রাত সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পরে পরিবারের লোকজন মোশারফ হোসেনের মরদেহ শনাক্ত করেন। তবে কে বা কারা মোশারফ হোসেনকে কুপিয়ে ও ভুরি কেটে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াছমিন বেগম একটি হত্যা মামলা করেছেন।

ওই মামলায় নিহত মোশারফ হোসেনের সহযোগী শুক্কুর আলী, রিয়াদ ও সাইফুল ইসলামকে আসামি করা হয়। এদের মধ্যে সাইফুল ইসলাম গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :