অর্থ বুঝে কোরআন পড়ার তাগিদ খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (সাভার), ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:০৫ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫

ধর্মের নামে এক শ্রেণির মুর্খ দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অসাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে। তাই তরুণ ও কোমলমতি শিক্ষার্থীদের অর্থ বুঝে কোরআন পড়া এবং প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ার বেরণ এলাকায় আল হিকমাহ স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘রাসুলের সুন্নাহ অনুসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছিলেন। বর্তমানে এক শ্রেণির আলেম নামধারী জামায়াত-মৌলবাদী তরুণ সমাজকে বিভ্রান্তের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করছে।’ তাই আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি সমাজে এখন সঠিক ধর্মীয় শিক্ষা ভীষণ জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান এ.এম ইসমত কাদীর গামা, আল হিকমাহ স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হসপিটালের পরিচালক ডা. আব্দুল মজিদ, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সাবেক ভিপি ও উপদেষ্টা ক্বারী মাওলানা মুহাম্মদ রমজান আলী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব প্রমুখ।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘ভারতের দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র’

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :