চুয়াডাঙ্গায় বিপুলসংখ্যক ভারতীয় কাপড়সহ আটক ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১০

চুয়াডাঙ্গায় মাইক্রোবাস বোঝাই বিপুল সংখ্যক ভারতীয় শাড়ীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে চুয়াডাঙ্গা নদর উপজেলার হিজলগাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজমুল হক রাজীব, মামুনুর রহমান, জয়রামপুর শেখপাড়ার বকুল, দরআশনা পুরাতন বাজারের আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ চাদপুরের বাবু ও একই গ্রামের আরিফ।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছুফী উল্লাহ জানান, গোপন সংবাদে সকালে হিজলগাড়ী ও বেগমপুর ক্যাম্প পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হিজলগাড়ী বাজার থেকে একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১৩-৩১২৭) বোঝাই ভারতীয় ৩০০ পিস শাড়ি উদ্ধার করা হয়। এসময় এ চোরাকারবারির ছয় সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :