কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১২

কিশোরগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ছিল র‌্যালি ও আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে শনিবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম হতে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। পরে সরকারি বালিকা সদনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিতে আলোচনায় অংশ নেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, জেলার ৩২ হাজার ২৮০ জন প্রতিবন্ধীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জেলা সমাজসেবা কার্যালয়।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :