ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:২২

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, উদীচী শিল্পী গোষ্ঠী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের নাম ফলক পাদদেশে দিবসের উদ্বোধন করেন।

জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

পরে সেখান থেকে বের হয় মুক্তি শোভাযাত্রা। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

বিকালে শহীদ মিনার চত্বরে মুক্ত নাটক ও কবিতা আবৃত্তি, সন্ধ্যায় উদীচী জেলা সংসদের আয়োজনে গণসংগীত অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় একই মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি থাকবেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :