পরীক্ষা দিয়ে ফেরার পথে বাসচাপায় নিহত দুই স্কুলছাত্র

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৩
ফাইল ছবি

পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল চার স্কুলছাত্র। কিন্তু পথে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেছে দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুই ছাত্র।

রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলো- উপজেলার টানসূত্রাপুর এলাকার আনসার আলীর ছেলে নাহিদ হোসেন ও একই উপজেলার একই গ্রামের লক্ষনের ছেলে রতন সাহা।

পুলিশ জানায়, দুপুরে গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শেষে রতন, নাহিদ, গৌরাঙ্গ ও ইমন নামের চার স্কুলছাত্র অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল।

অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর হিজলতলী এলাকায় পৌঁছলে ঢাকাগামী নাইট স্টার পরিবহনের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহতাবস্থায় রতন, নাহিদ, গৌরাঙ্গ ও ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রতন ও নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত গৌরাঙ্গ ও ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, মৃত রতন ও নাহিদ নামের ওই দুই স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় বাসটি আটক আছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :