পাকুন্দিয়ায় জজ মিয়া হত্যার মূল হোতা গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরাইস মিল শ্রমিক জজ মিয়া হত্যা মামলার আসামি হাদিউল ইসলাম (৪৫ কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সাত দিনের রিমা- চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দিনগত রাত ১টার দিকে জজ মিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো.সামস্দ্দুীনের নেতৃত্বে উপজেলার মাইজহাটি এলাকা থেকে হাদিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মাইজহাটি গ্রামের মৃত আবদুস ছামাদের ছেলে ও জজ মিয়া হত্যা মামলার মূল হোতা।

জানা গেছে, গত ২নভেম্বর উপজেলার মাইজহাটি গ্রামের আছির উদ্দিনের ছেলে অটোরাইস মিল শ্রমিক মো. জজ মিয়া (৩০) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর তিনদিন পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় জজ মিয়ার মা মল্লিকা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো.সামসুদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জজ মিয়া হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হাদিউল ইসলামকে গ্রেপ্তার করে সাত দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :