সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা যাচ্ছে বেসরকারি খাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২৮

সরকারি হাসপাতালের রোগীদের সেবার মান বাড়াতে বেশ কিছু হাসপাতালের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি মনে করেন, বর্তমান ব্যবস্থায় অনেক সরকারি হাসপাতালেই চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে।

রবিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যখাত নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিজেমিনেশন অব বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্যাটেডি টু থাউজেন্ড ফিফটিন নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

তবে কোন কোন হাসপাতালের ব্যবস্থাপনা বেসরকারি হাসপাতালে ছেড়ে দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি মন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। এ কারণে অনেক হাসপাতালে সেবা দেয়া যাচ্ছে না। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একাধিক সরকারি হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভিড় থাকে উপচে পড়া। কিন্তু তাদের চাপ সামলানো কঠিন হয়ে উঠে। বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না বললেই চলে।

চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষের কারণে অনেক সময়ই রোগীদের সঙ্গে চিকিৎসাকর্মীদের বাদানুবাদ এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। খোদ রাজধানীর বড় বড় সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের চিত্র দেখা যায় প্রায়ই। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলে আসলেও সরকার কার্যকর কিছুই করতে পারছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে জনবলের অভাব থাকলেও নানা জটিলতায় তা পূরণ করা যাচ্ছে না। তিনি বলেন, ‘বর্তমানের চলমান সিস্টেমের কারণে গত দুই বছর ধরে পুলিশ ভেরিফিকেশন ঝুলে থাকার কারণে বেশ কিছু ডাক্তারের নিয়োগ নিশ্চিত করতে পারছি না। হাসপাতালের বিল্ডিং পড়ে আছে কিন্তু ডাক্তার নার্স নিয়োগ দিতে পারছি না।’

বিভিন্ন মন্ত্রণায়ের কিছু ধীরগতির নিয়মকানুরের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমরা যখন কোন নিয়ম করি তখন বিভিন্ন সরকারি কর্মকর্তার ফাইল সইয়ে ধীর গতির কারণে আমাদের কাজ পিছিয়ে যাচ্ছে।’

অর্থ মন্ত্রণালয়ের কাছে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন জানিয়ে বলেন, ‘এ খাতে পর্যাপ্ত অর্থ পেলে আগামী কয়েক বছরের মধ্যে দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান দ্রুত উন্নত করা সম্ভব।’

শিগগির সরকারি হাসপাতালে দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এদের পুলিশ ভেরিফিকেশন চলছে। যাদের ফলাফল অনূকূলে থাকবে তাদেরকে কিছুদিনের মধ্যেই বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন পারানেইথারান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে দক্ষ জনশক্তির দরকার।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালক ওয়াহিদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৪ডিসেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :