গাজীপুরে পেগাসাস সু কারখানার গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫
ফাইল ছবি

গাজীপুরের ভোগড়া এলাকায় যমুনা গ্রুপের পেগাসাস সু কারখানার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামের মালামাল পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ওই কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের ব্যাপকতা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয় লোকজন ও দমকল কর্মীদের সম্মিলিত চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই গুদামে থাকা বিপুল পরিমাণ জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :