বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মনিরুজ্জামানের যোগদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৫০ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৮

বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান রবিবার কাজে যোগদান করেছেন। গত ৩০ নভেম্বর তিনি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৪ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিসিগান ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

সুদীর্ঘ ৩২ বছরের পেশাগত জীবনে মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসহ প্রধান কার্যালয়ে দক্ষতা, সফলতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মহাব্যবস্থাপক পদে থাকাকালীন তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী পরিচালক হিসেবে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণীমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন।

কর্মজীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

মনিরুজ্জামান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দরপুর গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :