ঝড়ে পড়া রোধে বৈকালিক স্কুলের সাফল্য

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ থেকে
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ২২:৩৩

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঝড়ে পড়া রোধকল্পে বেসরকারি সংস্থা ‘আশা’ এক ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম শুরু করেছে। রবিবার সদর উপজেলার যশোদল ব্রাঞ্চের আওতায় ‘কামেনী’ শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চিকনীরচর সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক মো. আজাহারুল ইসলাম সোহাগ ও মোছা. শিমু আক্তার। এ সময় তারা আশার এ ব্যতিক্রমী বৈকালিক স্কুলের প্রশংসা করেন।

তারা জানান, এস্কুল থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা গত বছর পাশের চিকনীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে বার্ষিক পরীক্ষায় সবাই ১ম থেকে ১০ম স্থান অর্জন করে।

গ্রামাঞ্চলের অল্প শিক্ষিত ও দরিদ্র পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধে এ সংস্থাটি বিশেষ ভূমিকা রাখবে বলে স্থানীয় অভিভাবকরা জানান।

সংস্থার যশোদল ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার মো. বেলাল মিয়া জানান, জেলায় ১৪টি ব্রাঞ্চে ২১০ জন শিক্ষা সেবিকা ও ১৪ জন সুপারভাইজার দ্বারা ২১০টি শিক্ষা কেন্দ্রে ৫২৫০জন দরিদ্র ও কম শিক্ষিত পরিবারের শিশুরা বৈকালিক স্কুলের মাধ্যমে লেখাপড়া করছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :