জোড় ইজতেমা শেষ হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৬, ২১:৫৯

রাজধানীর উপকণ্ঠে শিল্প নগরী টঙ্গির তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আগামীকাল মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। সোমবার জোড় ইজতেমার চতুর্থ দিন অতিবাহিত হয়।

আগামী বছর ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। চার দিন বিরতির দিয়ে ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি আখেরী মোনাজাত অনুষ্টিত হবে।

ইজতেমার আয়োজক কমিটির কর্মকর্তা প্রকৌশলী মাওলানা মো: গিয়াস উদ্দিন আহমেদ জানান বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে প্রতি বছর জোড় ইজতেমা অনুষ্ঠিত হয় ।

জোড় ইজতেমায় এ পর্যন্ত তিন জন মুসল্লি ইন্তেকাল করেছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :