‘বিশ্ববিজয়ী হাফেজ জাকারিয়া দেশের রত্ন’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৭

হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্ব আসরে বাংলাদেশের পক্ষ থেকে বিজয় ছিনিয়ে আনা দেশের কৃতী সন্তান হাফেজ জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে টঙ্গীর কোরআনুল কারীম ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, জনপ্রিয় টিভি উপস্থাপক মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার হাফেজ জাকারিয়া ও তার শিক্ষক হাফেজ ক্বারী নাজমুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময়ে গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, হাফেজ জাকারিয়ার এ বিজয় বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে সন্মান ও গর্বের নতুন উচ্চতায় অধিষ্ঠিত করেছে। বিশ্ববিজয়ী এসব কোরআনের রত্ন আমাদের গর্ব। বাংলাদেশের অহংকার। এসব অসাধারণ প্রতিভাদের মাধ্যমে গোটা বিশ্বে আজ অনন্য এক পরিচিতি পাচ্ছে বাংলাদেশ। কোরআনের এসব রত্নকে আন্তরিক সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশ্বজয়ী এমন কোরআনে হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করারও আহ্বান জানান গাজী সানাউল্লাহ।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :