গোপালগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
গোপালগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল ওই দম্পতি। ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি নামক স্থানে আসার পর একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী খালিদ হোসেন (২৮) ও তার স্ত্রী সুরাইয়া পারভীন (১৮) মারা যান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন