রিপাবলিকান ইলেকটর ভোট দেবেন না ট্রাম্পকে

আন্তর্জতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০৮:১৮ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিপাবলিকান দলের এক ইলেকটর ঘোষণা দিয়েছেন, ১৯ ডিসেম্বর চূড়ান্ত ভোটে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

তিনি বলেছেন, সন্তানদের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। একজন অযোগ্য লোককে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন না।

আমেরিকার সংবিধান অনুযায়ী, ইলেকটোরাল কলেজের নির্বাচিত ইলেকটররাই সত্যিকারের ভোটার যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করেন। ১৯ ডিসেম্বর তারা নিজ নিজ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। এই সময় নির্দিষ্ট কাউকে ভোট দেয়ার জন্য বাধ্য নন। এসব ইলেকটর চাইলেই একাট্টা হয়ে অন্য কাউকে প্রেসিডেন্টের আসনে বসাতে পারেন।

ক্রিস্টোফার সুপ্রান নামে ঐ রিপাবলিকান নেতা একজন প্যারাডেমিক এবং সাবেক দমকল কর্মী। ২০০১ সালে পেন্টাগনে নাইন এলিভেন হামলার সময় তিনিই প্রথম এগিয়ে গিয়েছিলেন।

তিনি বলেছেন, তার পরিবর্তে তিনি রিপাবলিকান দলের একজন 'বিকল্প' প্রার্থীকে ভোট দিবেন। এর জন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিকল্প ব্যক্তি হিসেবে তিনি ওহিও'র গভর্নর জন কিচের নাম প্রস্তাব করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি অষ্টম 'আস্থাহীন ইলেকটর' হবেন। যিনি প্রকাশ্য ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ব্যক্তিকে সমর্থন দিবেন না।

ইলেকটোরাল কলেজ ভোট মোট ৫৩৮টি। আর টেক্সাসে রয়েছে ৩৮টি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ ইলেকটোরাল কলেজ ভোট আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালেকজান্ডার হ্যামিলটনের ফেডার‍্যালিস্ট পেপার, ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতির নথির উদ্ধৃতি দিয়ে সাপরান জোর দিয়ে বলেন, 'ভোটারদের বিবেক এখনো দেশের কল্যাণের জন্য সঠিক কাজটি করতে পারে।'

তিনি আরও বলেন, 'ফেডারিলিস্ট ৬৮-তে বলা আছে, একটি ইলেকটোরাল কলেজ নির্ধারণ করা উচিত প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে। ডেমোগগিতে( যে ব্যক্তি সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে জনগণকে উত্তেজিত করে) যুক্ত নয় এবং বিদেশি প্রভাবমুক্ত। কিন্তু ট্রাম্প বার বার দেখিয়েছেন, তিনি এই মানদণ্ড পূরণ করতে পারছেন না।'

সাপরান বলেছেন, তার এই সিদ্ধান্ত ট্রাম্পকে পরাজিত করার জন্য। এর ফলে হিলারিকে পপুলার ভোটে বিজয়ী করার জন্য নয়। যদিও পপুলার ভোটে হিলার ২৬ লাখ ভোটে এগিয়ে আছেন।

তিনি আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন করেন না 'নীতিগত মতবিরোধের জন্য নির্বাচিত প্রেসিডেন্টকে অযোগ্য বিবেচনা করা উচিত।'

'আমি দলের কাছে ঋণী নই। আমি আমার সন্তানদের কাছে ঋণী। তাদের এমন একটি জাতি দেয়া যারা তা বিশ্বাস করতে পারে।'

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :