ঢাকা ক্লাবসহ ১৩ প্রতিষ্ঠানে জুয়ায় নিষেধাজ্ঞা বহাল

নিজস্ব প্রতিবেক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:০২ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১২:৫৯

রাজধানী ঢাকার ১৩টি অভিজাত ক্লাবে যে কোনো জুয়া খেলার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাউজি, ডাইস, তাস বা অন্য কোনো উপায়ে জুয়া খেলা যাবে না। এই আদেশের বিরুদ্ধে রবিবারের মধ্যে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে হিবে ঢাকা ক্লাবকে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতিরসহ চার বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।

গত ৪ ডিসেম্বর দুই আইনজীবীর করা রিট আবেদনের শুনানি নিয়ে ১৩ ক্লাবে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় হাই কোর্ট। এই আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আবেদন করে ঢাকা ক্লাব। এরপর আদেশ একদিনের জন্য স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিনই বৃহস্পতিবার শুনানির ঠিক করা হয়েছিল।

সকালে রিটকারীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ। সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘আদালত টাকার বিনিময়ে হাউজি, ডাইস, তাসসহ যেকোনো ধরনের জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আগামী রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’

আদালতে ঢাকা ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মেহেদী হাসান।

আইনজীবীরা জানান, আদালত এ বিষয়ে রুলও জারি করেছে। এতে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম বা টাকা বা অন্য কোনো বিনিময় খেলা বন্ধে কেন নির্দেশনা কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

যে ১৩ ক্লাবে নিষেধাজ্ঞা

যেসব ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো হলো: ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাংসিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

হাইকোর্টের তার আদেশে এই নিষেধাজ্ঞা পালনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, চার জেলার প্রশাসক, চার মহানগরের পুলিশ কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমবি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :