রাণীশংকৈল মহিলা কলেজ জাতীয়করণে দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৩

ঠাকুুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজ সরকারি করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কলেজের প্রধান ফটক হরিপুর-রাণীশংকৈল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দফায় ঘোষিত সারাদেশে ১৯৯টি কলেজের মধ্যে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজটি সরকারি করণের তালিকাভুক্ত হয়। কিন্তু পরবর্তীতে পাশের আরেকটি কলেজ নতুন করে আবেদন করার কারণে বিষয়টি জটিলতায় রূপ নেয়। ফলে কলেজ সরকারি করণের কার্যক্রম স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার কলেজটি সরকারিকরণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক জুলফিকার আলী, অধ্যাপিকা মুনিরা বেগম বিশ্বাস, অধ্যাপক মো. রবিউল ইসলাম প্রমুখ।

কলেজটি সরকারি করণের প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা না হলে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :