মির্জাপুরে পিরানহা জব্দ, পুকুর মালিককে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ চাষ করায় পুকুরের মাছ জব্দ ও পুকুর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুমানা ইয়াসমিন এ আদেশ দেন।

উপজেলা সদরের আন্ধরা গ্রামের শ্যামল রাজবংশী গোপনে তার পুকুরে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ চাষ করছিলেন। দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই পুকুরে অভিযান চালায়। এ সময় পুকুর থেকে দুই মন (১৭৬) পিস নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ ধরে জব্দ করা হয়। একই সময় পুকুর মালিক শ্যামলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান জানান, পিরানহা মাছ রাক্ষুসে প্রজাতির। এই মাছের বংশ বৃদ্ধি পেলে দেশীয় প্রজাতি মাছের বংশ হুমকির মধ্যে পড়বে। এ জন্য সরকার পিরানহা মাছ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :