সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৫

সাতক্ষীরার মোহনপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৬ জনের নামে মামলা করা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় এসআই মোমরেজ বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে জাহিদ হাসান এবং ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা জানান, গতকাল বিকালে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেপ্তার করতে সদর উপজেলার মোহনপুর এলাকায় অভিযানে যায় এসআই মোমরেজসহ সঙ্গীয় ফোর্সরা। এ সময় মাদক চোরাকারবারীরা সংঘবদ্ধ তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান,এ ঘটনায় উপপরিদর্শক মোমরেজ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :