পাবনায় পুকুরের পাড় ধসে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭

পাবনার সাঁথিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে পুকুর খননের সময় পাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। শুক্রবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-উপজেলার রঘুরামপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ইমন (৮) ও শিবরামবাড়ী গ্রামের সন্তোষ আলীর ছেলে জাহিদ (৮)। আহত অন্য শিশুর নাম মারুফ (৭)। শিবরামবাড়ী গ্রামের মাজেদ আলীর ছেলে সে।

স্থানীয়রা জানান, রঘুরামপুর গ্রামের কুরমান মৃধার ছেলে শরীফ মৃধা ভেকু মেশিন দিয়ে তার পুকুর খনন করাচ্ছিলেন। বিকালে কয়েকজন শিশু পুকুর খনন করা দেখছিল। এক পর্যায়ে পুকুরের পাড় ধসে পড়লে তিন শিশু মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও জাহিদকে মৃত ঘোষণা করে। আহত শিশু মারুফের অবস্থাও আশঙ্কাজনক।

সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :