সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ: ত্রাণমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩
অ- অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, দেশের উন্নয়নের লক্ষ্যে গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তারা জনগণকে নির্যাতন করার জন্যে ক্ষমতায় এসেছিলেন। আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। সরকার ২০১৭ সালের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেবে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ৭টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহেরের সভাপতিত্বে ও ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজউদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, পল্লী বিদ্যুতের মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ, শিল্পপতি আনিসুল হক, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ উল্লাহ সরকার নিপু, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান খোকা প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা