বাল্যবিয়ে: বাবা ও চাচার দণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ২০:১৮

ঝিনাইদহের কালীগঞ্জে শিলা খাতুন (১৪) নামে ৭ম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ওই ছাত্রীর পিতা ও চাচাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শিলা খাতুন কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর গ্রামের আব্দুস সেলিমের মেয়ে এবং রামনগর কেবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ জরিমানা করেন।

নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন গোপন সংবাদে শুক্রবার বিকালে পারশ্রীরামপুর গ্রামে অভিযান চালানো হয়। সেসময় বাল্য বিয়ে দেয়ার সত্যতা পাওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আব্দুস সেলিম ও চাচা আব্দুল আলিমকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া, মেয়ের বয়স ১৮ বছর না পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গিকার নেয়া হয়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :