ভারতে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গায় ৬ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৮

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বজিবি)।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাদরেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের রব্বানির ছেলে তৈয়ব আলী (১৮), মান্নান সর্দারের ছেলে নুর মোহাম্মদ সর্দার (৩০), সারাকান্দি গ্রামের আবুল বাশারের ছেলে সুজন মোল্লা (৩৭), রামদিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে রকিবুল(৩০), বারেক শেখের ছেলে জাকির শেখ (৪৫) ও নড়াইল জেলা সদরের মির্জাপুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে লিটু শেখ (৩২)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ৯২ নং মেইন পিলারের নিকট দিয়ে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

আটকের পর তাদেরকে দামুড়হুদা মডেল থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :