অভ্যন্তরীণ রুটের যাত্রীর কাছে মিলল তিন কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৬, ১৪:০৯
ফাইল ছবি

স্বর্ণ চোরাচালানের অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন রুটের যাত্রীদের আটক করা হলেও এবার অভ্যন্তরীণ রুটের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন কেজি স্বর্ণ। আন্তর্জাতিক একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন সারোয়ার কামাল নামের ওই যাত্রী। শনিবার সকালে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে স্বর্ণসহ আটক করেন।

শুল্ক বিভাগ সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে রিজেন্ট এয়ার আর এক্স ০৭২৪ নম্বরের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময়ে সারোয়ার কামালকে তল্লাশি করে তার কাছ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

শুল্ক বিভাগ আরও জানায়, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্রগ্রাম হয়ে ঢাকায় আসে। আসার পথে এয়ারলাইন্সগুলো চট্টগ্রাম থেকে কিছু অভ্যন্তরীণ যাত্রী উঠিয়ে নিয়ে আসে। ফলে বিমানে ওঠার পরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা মিলেমিশে একাকার হয়ে যায়। এই সুযোগে বিদেশ থেকে আসা চোরাচালান পণ্য হাতবদল হয়ে অভ্যন্তরীণ যাত্রীদের কাছে চলে যায়। ঢাকায় পৌঁছার পর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা পৃথক গেইট দিয়ে বের হয়। আন্তর্জাতিক যাত্রীদের চেক করা হলেও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের চেক করা হয় না। তবে ওই যাত্রীকে সন্দেহ হলে তাকে চেক করা হয় এবং ওই স্বর্ণ ধরা পড়ে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার সুমন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকাটাইমসকে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি নয় লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :