ফরিদপুরের অম্বিকা ময়দানে ছবির হাট

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:০৫

ছবি বিক্রির জন্য হাট বসেছে ফরিদপুরে শহরের অম্বিকা ময়দানে। শুক্রবার সকাল নয়টা থেকে দুদিনের এ হাট শুরু হয়েছে। এ সময়ে ক্রেতা ও দর্শকরা ছবি কেনার পাশাপাশি দেখারও সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই দুদিনের এ হাটে ফরিদপুরের প্রবীণ ও নবীন ১১ চিত্রশিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

এ হাটের মূল উদ্ভাবক সাজেদুল ইসলাম তাতা বলেন, ব্যতিক্রমধর্মী এই ছবির হাটে যে ১১ শিল্পীর ছবি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে- তারা হলেন এজাজ এ কবির, জিয়াউল হাসান, দেবদাস কর্মকার, রেজাউল করিম, সুমন মিয়া, রাহুল ব্যানার্জি, মেহেদি হাসান, আশিকুজ্জামান চৌধুরী, সোহাগ ও নবরাজ।

ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের পরিচালক সাজেদুল ইসলাম আরো বলেন, ‘মহান বিজয়ের মাস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ফরিদপুরে এ ছবির হাটের ব্যবস্থা করা হয়েছে। হাট মানে দামাদামি করে জিনিস কেনাবেচা, আমাদের উদ্দেশ্যও তা-ই। আমাদের প্রত্যাশা, এ হাটে ছবি কিনতে বা দেখতে আসবেন সব ধরনের মানুষ।’

এতে মানুষের মাঝে ছবির প্রতি ভালবাসা বাড়বে। দুদিনের এ হাট প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

ছবির এই হাটে শুরুর দিন থেকেই বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :