নালিতাবাড়ীতে ভিটামিন-এ প্লাস থেকে বঞ্চিত ৮ শতাধিক শিশু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সরকার ঘোষিত ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খেতে পারেনি ৮শতাধিক শিশু। পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও স্বেচ্ছাচারিতায় এসব শিশুরা বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলাকালে এ ঘটনা ঘটে।

পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, আজ শনিবার দেশব্যাপী চলমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নালিতাবাড়ীর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২৭ জন। আর ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ২ হাজার ৩৯০ জন। সবমিলে ২ হাজার ৬১৭জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু মেয়রের নির্দেশে আগে থেকে চলে আসা ২৭টি ক্যাম্প এর মধ্যে শুধুমাত্র পৌরসভা অফিস ও নির্মাণাধীন পৌর ভবন এলাকায় ২টি ক্যাম্প খোলা রেখে বাকি ২৫টি ক্যাম্প বন্ধ রাখা হয়।

ভিটামিন-এ প্লাস খাওয়াতে আসা শিশুদের অভিভাবক, সুরাইয়া সুলতানা, হ্যাপি বেগম, রাজিয়া ও নয়নতারা জানান, অনেক পৌরবাসী দূর থেকে পৌরসভার দুটিমাত্র ক্যাম্পে আসতে অনিচ্ছুক ছিল। পর্যাপ্ত প্রচারণা আর স্থানীয় ক্যাম্পগুলোতে ক্যাম্পেইন না থাকায় বাদ পড়েছে অনেক শিশু।

পৌর কর্মচারীদের দিয়ে দুটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। নেওয়া হয়নি কোনো স্বেচ্ছাসেবক। এমনকি অনেক টিকাদান কেন্দ্র থেকে সাইনবোর্ড পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ফলে এসব কেন্দ্র শনাক্ত করা কঠিন হয়ে গেছে।

এদিকে বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত কর্তৃপক্ষ ভিটামিন-এ প্লাস খাওয়া শিশুর পরিসংখ্যান নিয়ে টালবাহানা শুরু করে। পরে সাংবাদ কর্মীদের চাপের মুখে ২ হাজার ৬১৭ শিশুর মধ্যে মাত্র ১ হাজার ৮শ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানানো হয়। ফলে ভিটামিন এ থেকে বঞ্চিত রয়ে গেল ৮১২জন শিশু।

এ সম্পর্কে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, পর্যাপ্ত মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। ওপর থেকে ক্যাম্প স্থাপনের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় এবং জনবল সংকটের কারণে ২৫টি ক্যাম্প বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন জানান, এ যাবত এমন ঘটনা আমি দেখিনি। ক্যাম্প কম হওয়ার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই অনিয়ম। তবে যেহেতু পৌরসভার ক্যাম্পেইনের বিষয়টি আমাদের এখতিয়ারে নেই, তাই এ বিষয়ে আমরা কিছু করতে পারছি না। বিষয়টা অধিদফতরের।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :