আবারও আইএসের দখলে সিরিয়ার পালমিরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১১:১২ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৩

প্রায় নয় মাস পর আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করেছ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, পালমিরার কেন্দ্রে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইএসের আক্রমণের মুখে পালমিরা থেকে বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে। বেসামরিক মানুষজন তাদের ভাগ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

গত মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী। সেই ঘটনাকে আই এসের বিরুদ্ধে বড় ধরনের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল।

পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এই সুযোগে এক সপ্তাহ আগে থেকে পালমিরায় দখলে নামে জঙ্গিরা। গোপনে সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় ছিল জঙ্গিরা এবং এখন সেই সুযোগ তারা কাজে লাগিয়েছে।

পালমিরায় অন্তত ৫০জন সামরিক সদস্য নিহত হয়েছেন। তবে বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে। কাছের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ এবং সরবরাহ পথের উপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পালমিরা।

পালমিরার স্থানীয় বাসিন্দা জানান, জঙ্গিরা শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। তবে এখনো শহরের কেন্দ্রে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।

এদিকে আলেপ্পোয় বিদ্রোহীদের ক্ষেত্রে মহত্ত্ব প্রদর্শনের জন্য সিরিয়া আর রাশিয়ান বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আলেপ্পোর মানুষ যাতে গণহত্যার শিকার না হয়, সেজন্য মার্কিন আর রাশিয়ান সেনা বিশেষজ্ঞরা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

গাজা যুদ্ধের ২০০তম দিন: ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? 

এই বিভাগের সব খবর

শিরোনাম :