মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন আজ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:৩৮ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:৩১

ইতালির মিলানে জমে উঠেছে বৃহত্তর নোয়াখালী সমিতি (মিলান, মোনছা ও ব্রায়ানছা) নির্বাচন। অন্যান্যবারের মত এবারও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সময় রবিবার সকাল ৮ থেকে সন্ধ্যা ৮ পর্যন্ত ভোট চলবে।

এবারের নির্বাচনে ৪টি পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে মো. সালেহ উদ্দীন ও মীর হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি পদে স্বপন আলম ও ইন্জি. মো. ফিরোজ আলম, সাধারণ সম্পাদক পদে আবদুল কাইয়ুম মামুন ও মোরশেদ আলম , প্রচার সম্পাদক পদে এনামুল হক রিমন ও মাহফুজুর রহমান।

এছাড়াও তিনটি পদে সিনিয়র যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া এবং কোষাদক্ষ পদে বাবলু উদ্দীন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আজকের নির্বাচন নিয়ে সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মতিন ভূঁইয়া বলেন, আশা করছি- অন্যান্য বছরের মত এবছরও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে পারব।

তিনি আরো বলেন, জয়-পরাজয় নির্বাচনেরই একটি অংশ, প্রার্থীরা এসব মেনে নিয়েই ভোটগ্রহণে আমাদের সহযোগিতা করবে।

গত নির্বাচনে মোট ৫২৯ ভোটার তাদের ভোট প্রদান করেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :