বিশ্বের সবেচেয়ে রসিক মানুষ মালয়েশিয়ার হারিৎ ইস্কান্দার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১২:১৩ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১১:৪৯

জীবনকে আরও সুন্দর, উপভোগ্য করে তুলে মানুষের রসবোধ। অন্যকে হাসাতে পারার ক্ষমতাও কিন্তু কম না। আশেপাশে রসিক মানুষের অভাব নেই কোনোভাবেই। কিন্তু যদি বলি কে সবচেয়ে বেশি রসিক সেটা নির্দিষ্ট করতে পারবেন? একটি মানদণ্ডে বলাই যেতে পারে মালয়েশিয়ার হারিৎ ইস্কান্দার অন্য অনেকের চেয়ে যোজন যোজন দূরত্বে এগিয়ে।

কীভাবে? সহজ জবাব, রসিক মানুষ খুঁজে বের করতে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান প্রতিযোগিতায় অন্য সবাইকে পেছনে ফেলে সেরা রসিকের খেতাব জিতে নিয়েছেন এই মালয়েশিয়। ফিনল্যান্ডের লেভিতে বিশ্বের সবচেয়ে রসিক মানুষ নির্বাচনের প্রতিযোগিতা হয়ে গেলো।

ফাইনালে চার প্রতিদ্বন্দীকে হারিয়ে প্রথম হয়েছেন হারিৎ। বাকি প্রতিদ্বন্দ্বীরা ছিলেন ফিলিপাইনের এলেক্স ক্যালেজা, গ্রিসের ক্যাটেরিনা ভার্না, ভারতের মিনো ভান নাসাউ আর ইসরাইলের ডেভিড কিলিমনিক।

‘লাফ ফ্যাক্টরি ফানিয়েস্ট পার্সন ফর দ্যা ওয়ার্লড ২০১৬’ এর বিজয়ী হবার জন্য হারিৎ ইস্কান্দারকে অভিনন্দন’- এক টুইটার বার্তায় এ ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ‘লাফ ফ্যাক্টরি’। আর এ জন্য হারিৎ পুরষ্কার পেয়েছেন এখ লাখ মার্কিন ডলার। প্রতিযোগিতার আয়োজক ‘লাফ ফ্যাক্টরি’ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কমেডি চেইন।

হারিৎ এবং অন্যন্যরা গত ৮ ডিসেম্বর ফিনল্যান্ডের লেভিতে পারফর্ম করেন সবার সামনে। তারপর অনলাইন ভোটিং এর মাধ্যমে তাদের মধ্যে থেকে নির্বাচন করা হয় সেরা রসিককে। ৮৮ জন কমেডিয়ানকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন হারিৎ। আর শেষ পর্যন্ত ফাইনাল জিতে রসিক রাজের খেতাবটাও নিয়ে নিলেন হাতের মুঠোয়।

প্রতিযোগিতায় জয়ের সুবাদে পকেটটাও ফুলে ফেঁপে উঠেছে এই মালয়েশিয়র। পুরস্কারের অংকটা বিপিএলের রানার আপ টিম যত পেয়েছে তার চেয়েও বেশি। এক লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ লাখ টাকা।

কে বলে হাসি কেবল নির্মল আনন্দ বয়ে আনে? অন্যকে হাসাতে পারবেন? টাকা কামানোর উপায় হিসেবে বিষয়টা নেহায়েত মন্দ না।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/কেএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :