পেন্ডুলাম

জাহাঙ্গীর বাবু
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৪

যে দিন লাল গোলাপের ভাষায় চোখে চোখ রেখে

কথা বলেছিলাম ভালোবাসার,

দু,ফোঁটা অশ্রু বিসর্জনে কাঁপা ঠোঁটে বলেছিলে,

আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার মতো মুর্খামী দ্বিতীয়টি আছে কি?

সেই দিন থেকে আজো তাই করি!

কেন করি, জানি না, বুকের মাঝে ধড়ফড় করে হৃদপিণ্ড

অধর কেঁপে উঠে, বন্ধ হয়ে আসে দু' নয়ন;

মুক্ত আকাশে মেঘ বাদলের ভেলায় চড়ে খেলা করে,

হাওয়ায় ভেসে বেড়ায় ভালোবাসা, পরিণতি তখন ভাবনায় থাকে না!

থাকে না বাস্তবতার অগ্নিপরীক্ষা, প্রেম মানেইতো কল্পনা।

প্রেম মানেই স্বপ্ন, প্রেম, ভালোবাসা স্বপ্নে থাকায় যে সকল সুখ।

প্রয়োজন প্রেমকে করে পরাধীন, প্রেমকে করে অভিশপ্ত।

অভিশপ্ত প্রেম।

পৃথিবীতে প্রেম মানেই এক মিথ্যে প্রতিশ্রুতির নাম

প্রেম মানেই বিশ্বাস অবিশ্বাসের পেন্ডুলাম!

প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর প্রেমকেই তো প্রেম বলে

পরকীয়ায় হয় প্রেমের ধর্ষণ, এই প্রেম চলে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচালে;

প্রেম মানেই প্রতারণার নাম, প্রেম মানেই সুখে থাকার অভিনয়।

প্রেম মানেই মেকি সভ্যতার অসভ্যতামীর নির্লজ্জ উপস্থাপন।

আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার মতো মুর্খামী দ্বিতীয়টি আছে কি?

সেই দিন থেকে আজো তাই করি! আজো মনে পড়ে!

তোমার আপন মানুষদের নিয়ে সুখে আছো তো?

আপন মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার নাম যদি হয় সুখ,

সে সুখ তোমার হোক।

মাঝে মাঝে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে ইচ্ছে করে।

যেখানে মানুষ নামের বিচিত্র প্রাণি থাকবে না।

মায়া মমতা দায়িত্ব কর্তব্য থাকবে না, নিয়তির কাছে বড় অসহায় এই জীবন।

লেখক: সিঙ্গাপুর প্রবাসী

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :