বরগুনায় ১৫ হাজার পিস জাটকা জব্দ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৭

বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। এসময় ট্রলারে থাকা ১৮ জেলেকেও আটক করা হয়। শনিবার রাতে বঙ্গপোসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব আটক করে পুলিশ।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরেই বঙ্গপোসাগরের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা শিকার করে আসছিল বেশকিছু অসাধু জেলে। জাটকা শিকার রোধে এবং অসাধু জেলেদের আটক করতে শনিবার রাতভর বঙ্গপোসাগরের মোহনার বিভিন্ন অভিযান চালায় পুলিশ।

তিনি আরো বলেন, পুলিশের অভিযান চলাকালে এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামে চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ।

এ বিষয়ে পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে এবং জব্দ করা ইলিশ বিভিন্ন এতিখানায় বন্টন করা হবে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :