ডাবল সেঞ্চুরিতে নয়া কীর্তি কোহলির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩

মুম্বাই টেস্টে নয়া কীর্তি গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি। তাছাড়া চলতি বছরই তিনটি ডাবল সেঞ্চুরি পেয়েছেন কোহলি।

প্রথম ইনিংসে ৪০০ রান করে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৭ উইকেটে ৫৮৩ রান করেছে। ২১৪ রানে অপরাজিত আছেন কোহলি। জয়ন্ত যাদব অপরাজিত আছেন ৯২ রানে।

এদিকে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। ফলে চতুর্থ টেস্ট টেস্ট ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে ভারতের। কেবল আজই নয় শেষ তিন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান কোহলি। কোহলির ইনিংসগুলো যথাক্রমে ৪০ ও অপরাজিত ৪৯, ১৬৭ ও ৮১, ৬২ ও অপরাজিত ৬।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ২০০ আর কিউইদের বিপক্ষে ২১১ রানের ইনিংস খেলেছিলেন কোহলি।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :