বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ ফিলিস্তিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৬:২৮ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৩:২১

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রশিদ মালিকি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান।

রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তোফায়েলের সঙ্গে সাক্ষাৎ করেন রশিদ মালিকি।

সাক্ষাৎ শেষে রশিদ মালিকি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ফিলিস্তিন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অর্থনীতিতে যে উন্নয়ন করেছে তা সত্যিই অনুকরণীয়। ফিলিস্তিন বাংলাদেশকে এসব ক্ষেত্রে অনুসরণ করতে চায়।’

তিনি বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। এটি সত্যিই বিস্ময়কর। ফিলিস্তিনিদের কাছে বাংলাদেশ অনুপ্রেরণার এক অনন্য নাম।‘

খুব শিগগিরই বাংলাদেশে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সফরে আসবেন জানিয়ে রশিদ মালিকি বলেন, ‘প্রেসিডেন্টের সফরে বাংলাদেশের সঙ্গে অনেক বিষয় চুক্তি হবে। ফিলিস্তিন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে চায়।’

আরবি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আরবি ভাষায় অনুবাদ করেছে ফিলিস্তিন। এতথ্য জানিয়ে রশিদ মালিকী বলেন, ‘আজ রবিবার সন্ধ্যায় বইটির আরবি অনুবাদের এক কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেয়া হবে।’

বৈঠক শেষে ফিলিস্তিনি পররাষ্টমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জন্ম থেকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বন্ধু। বাংলাদেশের রয়েছে পাকিস্তানের কাছ থেকে লড়াই করে স্বাধীন হওয়ার অভিজ্ঞতা।

বৈঠক সম্পর্কে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে সবসময় সমর্থন করে বাংলাদেশ। দেশটির স্বাধীনতার আন্দোলনের সঙ্গেও বাংলাদেশের সমর্থন রয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :