১১৬ অনুচ্ছেদ: প্রধান বিচারপতির বক্তব্যের অনুলিপি চেয়েছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৪১

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করার বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের লিখিত অনুলিপি চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য তিনি পত্রিকায় পড়েছেন। তিনি মনে করেন, পত্রিকায় হয়তো ভুলভাবে এসেছে খবর। তাই তিনি সুপ্রিমকোর্টের কাছে লিখিত চেয়েছেন।

রবিবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সংবিধানের ১১৬ ধারা অবিলম্বে সরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ১১৬ এবং ১১৬(এ) ধারা সংবিধানের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই ধারার কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রধান বিচারপতির এই বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘সকাল বেলায় খবরের কাগজ পড়েছি। কিন্তু আমি মনে করছি যে, খবরের কাগজে হয়তো ওনার পূর্ণাঙ্গ বক্তৃতা আসে নাই। সেটা বুঝার জন্য আমি অলরেডি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছি ওনার বক্তব্যটা, যদি উনি লিখিত বক্তব্য দিয়ে থাকেন তাহলে পরে সে কপিটা যেন আমাকে দেয়া হয়।’

সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। ১১৬ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিরা এবং ম্যাজিস্ট্রেটরা বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন।

মন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কপিটা না পাই ততক্ষণ এ বিষয়ে বক্তব্য দিয়ে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, সেটা চাই না।’

তবে প্রধান বিচারপতি সংবিধানের ১১৬ ও ১১৬ (এ) অনুচ্ছেদকে সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বললেও আইনমন্ত্রী তা মনে করেন না। তিনি বলেন, ‘১১৬ (ক) অনুচ্ছেদ বিচারিক কাজে বিচারককে কোনোভাবে নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করে না। আমরা করি না। ’

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :