ফেসবুকে গোলযোগ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪২

যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে ফেসবুকে। ফলে ব্যবহারকারীদের পুরনো ছবি বা স্ট্যাটাস নতুন করে টাইমলাইনে চলে আসছে। এসব দিখে ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। আদতে এটি ফেসবুকের ত্রুটি।

ফেসবুকে সম্প্রতি এমন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আর যে কারণেই আপনার পুরনো পোস্ট আপনার অনুমতি না নিয়েই নিয়েই আপনা-আপনি শেয়ার হয়ে যাচ্ছে আপনার টাইমলাইনে। এতে একদিকে যেমন বিড়ম্বনা। সেরকম বিভ্রান্তিও বটে। মাস পুরনো কোনও স্ট্যাটাস যদি দুমদাম হঠাৎ করে হাজির হয় টাইমলাইনে।

সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ফেসবুকের। এই তো কয়েক সপ্তাহ আগে এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে ফেসবুক। যখন মার্ক জুকেরবার্গ সহ প্রায় হাজারখানেক ইউজারকে ফেসবুকের তরফে 'ডেড' বলে ঘোষণা করে দেওয়া হয়। সাধারণভাবে ফেসবুকের 'অন দিস ডে' বা 'ইয়ার ইন রিভিউ' পোস্ট হওয়ার কথা ইউজারের অনুমতি নিয়ে। যা প্রধানত 'ডিজিটাল স্মৃতি'। গোল বেঁধেছে পুরনো স্ট্যাটাস নিয়ে। ইতিমধ্যেই ইউজারদের অভিযোগের প্রেক্ষিতে সমস্যা সমাধানে নেমেছে ফেসবুক।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :