মুম্বাই টেস্টেও হারের পথে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৩

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভালো করলেও দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মুম্বাই টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে এখনও ৪৯ রান পিছিয়ে রয়েছে ইংলিশরা। তাদের হাতে আছে চার উইকেট। ফলে, ইংল্যান্ড যে এই টেস্টে হারতে চলেছে তা প্রায় নিশ্চিত।

রবিবার ম্যাচের চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান সংগ্রহ করে আউট হয়েছেন জো রুট। ৫০ রান করে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ২টি, রবীচন্দ্রন অশ্বিন ২টি, জয়ন্ত যাদব ১টি ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট নেন।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে কিটন জেনিংসের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে ইংলিশরা।

এরপর ভারতও ব্যাটিংয়ে নেমে জবাবটা ভালো দিয়েছে। মুরালি বিজয় ও জয়ন্ত যাদবের সেঞ্চুরি এবং অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৬৩১ রান সংগ্রহ করে ভারত।

সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ২৪৬ রানে ও তৃতীয় ম্যাচে আট উইকেটের জয় পায় বিরাট কোহলিরা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০০ (১৩০.১ ওভার)

(অ্যালেস্টার কুক ৪৬, কিটন জেনিংস ১১২, জো রুট ২১, মঈন আলী ৫০, জনি বেয়ারস্টো ১৪, বেন স্টোকস ৩১, জস বাটলার ৭৬, ক্রিস ওয়েকস ১১, আদিল রশীদ ৪, জেক বল ৩১, জেমস অ্যান্ডারসন ০*; রবীচন্দ্রন অশ্বিন ৬/১১২, রবীন্দ্র জাদেজা ৪/১০৯)

ভারত প্রথম ইনিংস: ৬৩১ (১৮২.৩ ওভার)

(লোকেশ রাহুল ২৪, মুরালি বিজয় ১৩৬, চেতেশ্বর পূজারা ৪৭, বিরাট কোহলি ২৩৫, করুন নায়ার ১৩, পার্থিব প্যাটেল ১৫, রবীচন্দ্রন অশ্বিন ০, রবীন্দ্র জাদেজা ২৫, জয়ন্ত যাদব ১০৪, ভুবনেশ্বর কুমার ৯, উমেশ যাদব ৭*; ক্রিস ওয়েকস ১/৭৯, মঈন আলী ২/১৭৪, আদিল রশীদ ৪/১৯২, জেক বল ১/৪৭, জো রুট ২/৩১)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস:১৮২/৬ (৪৭.৩ ওভার)

(অ্যালেস্টার কুক ১৮, কিটন জেনিংস ০, জো রুট ৭৭, মঈন আলী ০, জনি বেয়ারস্টো ৫০*, বেন স্টোকস ১৮, জেক বল ২; ভুবনেশ্বর কুমার ১/১১, রবীন্দ্র জাদেজা ২/৫৮, রবীচন্দ্রন অশ্বিন ২/৪৯, জয়ন্ত যাদব ১/৩৯)

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :