চাঁদপুরে ১০ বাল্কহেড জব্দ, ২০ শ্রমিককে সাজা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নাছিরচর এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ১০ বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় ২০ শ্রমিককে আটক করা হয়। রবিবার বিকালে আটক ২০ শ্রমিককে এক বছর করে কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. সুমন মিয়া (২৭), মো. আমিনুল ইসলাম (৩০), মো. আবু তালেব (৩২), মো. মিরাজুল ইসলাম (২৭), মো. নুরুন্নবী (২৮), মো. হাফেজ (২৫), মো. সাইফুর রহমান (২৮), মো. নুরুন্নবী (২৬), মো. সালাম আলী (৩৩), মো. মিজান হোসেন (২২), মো. সফিকুল ইসলাম (২৮), মো. সুমন (২৮), মো. বাবু (২২), মো. আশরাফ (২০), মো. ওমেদ আলী (২২), মো. আকবর আলী (২১), মো. ফরিদ (২৪), মো. ইব্রাহীম (২৩), মো. হারুনুর রশিদ (২১), মো. মাহফুজ হোসেন (২১)। এদের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ১০টি বাল্কহেডসহ মাটি কাটা অবস্থায় ২০ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব কমান্ডার এম. আতাহার আলী জানান, ‘জব্দকৃত বাল্কহেডগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর শাখার কাছে হস্তান্তর করা হয়।’

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :