চাঁদপুরে ১০ বাল্কহেড জব্দ, ২০ শ্রমিককে সাজা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নাছিরচর এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ১০ বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় ২০ শ্রমিককে আটক করা হয়। রবিবার বিকালে আটক ২০ শ্রমিককে এক বছর করে কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ সাজা দেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ১০টি বাল্কহেডসহ মাটি কাটা অবস্থায় ২০ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব কমান্ডার এম. আতাহার আলী জানান, ‘জব্দকৃত বাল্কহেডগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর শাখার কাছে হস্তান্তর করা হয়।’
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন