আবেগের বশে ভোট না দেয়ার আহ্বান সুজনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।

একই সঙ্গে অর্থ ও আবেগের বশে কিংবা সন্ত্রাসী, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান সুজনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের হলফনামা অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা, আয়ের উৎস, ঋণখেলাপি ও মামলায় জড়িত প্রার্থীদের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

ভোটারদের পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

আগামী ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে নির্বাচনের মেয়র প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান আয়োজিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়ক সানজিদা হক, জেলা সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :