মিরপুরে দুর্দান্ত সেঞ্চুরি আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৪

তিন বছর ক্রিকেটের বাইরে থাকার পর গেল সেপ্টেম্বরে মাঠে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাঠে ফিরলেও ব্যাট কথা বলছিলো না। জাতীয় ক্রিকেট লিগের ক’ম্যাচে বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাটে নিষ্প্রভই ছিলেন তিনি।

অবশেষে জ্বলে ‍উঠলো মোহাম্মদ আশরাফুলের ব্যাট। মিরপুরে তার প্রিয় মাঠে দারুণ ‍এক সেঞ্চুরি হাঁকিয়ে দেখিয়ে দিলেন, ‍এখনও ফুরিয়ে যাননি ‍আশরাফুল। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দিবা-রাত্রির প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে ১১০ বলে ১১৫ রানের অসাধারণ ‍ইনিংস খেলেনছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

যুব ‍এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়বে যুব দল। তারই প্রস্তুতি হিসেবে দিবা-রাত্রির প্রস্ততি খেলছে দলটি। আশরাফুলের দলটির নাম লাল দল। ‍এই দলেও অবশ্য যুব দলের চার ক্রিকেটার রয়েছেন। অন্য দিকে আশফুলদের বিপক্ষ দলে আছেন সদ্য শেষ হওয়া বিপিএলে সাড়া জাগানো স্পিনার আফিফ সহ বেশ কয়েকজন ভালো মানের বোলার।

আশরাফুলের লাল দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২২৪ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১১০ বলে ‍একাই ১১৫ রান করেন আশরাফুল। যুব দলে বেশ কয়েকজন ভালো মানের বোলার থাকা সত্ত্বেও দেখার মতো ব্যাটিং করেন আশরাফুল।

সেপ্টেম্বরে ক্রিকেটে ফেরার পর ‍এটাই তার সেরা ‍ইনিংস। ‍জাতীয় ‍ ক্রিকেট লিগে খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে। সেখানে তিন ম্যাচে দুইবার ব্যাট করার সুযোগ হয় তার। করেছেন ২৬ ও ২ রান।

মিরপুরে সেঞ্চুরি হাঁকানোর পর আশরাফুল বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ‍ যুক্তরাজ্যে বেশ কয়েকটি সেঞ্চুরি করেছি। তবে ‍এটাকে আলাদা রাখতে চাই। কারণ সেঞ্চুরিটা করেছি যুব দলের বিপক্ষে, যারা বেশ শক্তিশালী। আর ‍এটা করেছি আমার প্রিয় মাঠ মিরপুরে।’

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :