ফরিদপুরে ‘ভিশন ২০২০’ কমিটি গঠন, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রশংসা

সাজ্জাদ হুসাইন বাবু, ফরিদপুর থেকে
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:২২ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৬, ১২:৩৬

ফরিদপুরে ন্যাশনাল আই কেয়ার এর উদ্যোগে ডিস্ট্রিক ভিশন ২০২০-এর কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে রবিবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের কনফারেন্স রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্ধত্ব দূর করণে হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষু সেবা দেয়ায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রশংসা করেন বক্তারা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন ফরিদপুরের সির্ভিল সার্জন ডা: অরুন কান্তি বিশ্বাস। তিনি বলেন, “পরিহারযোগ্য অন্ধত্ব নিরসনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে বিশ্বে উন্নয়নশীল দেশগুলো মত আমরাও কিছু ব্যতিক্রম এবং জনকল্যাণমূলক কার্যকম হাতে নিয়েছি।

এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্য হচ্ছে সকলে সমন্বিতভাবে ২০২০ সালের মধ্যে পৃথিবী থেকে পরিহার যোগ্য সকল অন্ধত্ব দূর করে সবার জন্য দৃষ্টি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এসকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে বেশ কিছু কৌশল আমাদের গ্রহণ করতে হবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন ও কারিগরি দক্ষতাবৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, প্রচার ও সমন্বয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও চক্ষু রোগ নিয়ন্ত্রণ।”

ভিশন ২০২০ বিষয়ক প্রবন্ধ ও মূল কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ঢাকা ন্যাশনাল আই কেয়ারের প্রোগ্রাম ম্যানেজার ডা. শওকত আরা শাকু। এসময় তিনি সম্প্রতি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলফাডাঙ্গায় বিশ্বমানের চক্ষু সেবা দান কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, এমন প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের দোড় গোড়ায় চক্ষু সেবা দেয়ার ঘটনা দেশে বিরল। এভাবে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে যাদের সুযোগ রয়েছে তারা উদ্দ্যোগ নিয়ে হতদরিদ্র মানুষের চক্ষু সেবা পৌঁছে দেয়, তাহলে সমাজে পরিহার যোগ্য সকল অন্ধত্ব নিবারণ করা অতি সহজেই সম্ভব।

এই উদ্দ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে ধন্যবাদ জানান।

পরে ফরিদপুরের সির্ভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাসকে কমিটির চেয়ারম্যান, ডা. কামরুল ইসলামকে সদস্য সচিব এবং কয়েকজন সদস্যের নাম ঘোষণা করে কমিটি গঠন করা হয়।

পরে আগামী এক মাসের মধ্যে নীতিমালা অনুযায়ী পূর্ণাজ্ঞ কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়।

এসময় আরো বক্তব্য দেন ডেপুটে ম্যানেজার ডা: জাহিদুল হাসান মেনুন, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম, উপ-পরিচালক ডা. আবুল কালাম আজাদ, কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের কর্ডিনেটর(আই প্রোজেক্ট)সাজ্জাদ বাবু, ফরিদপুর ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সহযোগী অধ্যাপক ডা. রাহাদ আনোয়ার চৌধুরী, ফরিদপুর জেলা বি.এম এর সাধারণ সম্পাদক ডা: মাহ্বুব রহমান বুলু, প্রকৌশলী মো. কাওসার আলী মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র হেলথ ডিভিশন অফিসার মো. আলমগীর ফকির।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :