পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি, আহত ৩০

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৬

গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় আগুন লাগার গুজবে আতঙ্ক-হুড়োহুড়িতে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোমবার সকালে ডটকম গ্রুপের বি কন নিট ওয়্যার লি: নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানায়, সালনায় অবস্থিত ৯ তলা বিশিষ্ট বি-কন নীট ওয়্যার লি: নামের পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটির দোতলায় বিকট শব্দ হয়। এসময় কেউ ফায়ার এলার্ম বাজিয়ে দিলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে যায়। এসময় ৩০জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর কারখানটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :