কিশোরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের চেয়ারম্যান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:১৬

কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার প্রতীক বরাদ্দকালে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস তাকে নির্বাচিত ঘোষণা করেন।

জেলা প্রশাসক জানান, এ পদে অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এদিকে একই সময় সংরক্ষিত মহিলা আসন-৩ এ শামীমা আক্তার রুমা (কটিয়াদী-বাজিতপুর-নিকলী), সংরক্ষিত মহিলা আসন-৫ এ সাইদা আক্তার পারুল (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম), সাধারণ সদস্য আসন-১২ এ (ভৈরব) মির্জা সোলায়মান, সাধারণ সদস্য আসন-১৫ এ (অষ্টগ্রাম) ফজলুল হক হায়দারী একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, জেলা পরিষদ নির্বাচনে মোট এক হাজার ৫৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৮ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :