বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২২:৫৪ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৬, ২২:৫১

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার দুপুরে এই ছয় জেলেকে ‍দুটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিজিপি।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬),সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।

বিজিপির হাত থেকে পালিয়ে আসা জেলেরা তাদের ছয় সঙ্গীকে ধরে নিয়ে যাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, ছয়জন নয় চার জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, জেলেরা মিয়ানারের জলসীমানায় মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :