সিরাজদিখানে পতাকা বিক্রির ধুম
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৬, ১০:২৫
বিজয়ের মাসে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পতাকা ঘুরে ঘুরে বিক্রয় করছে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত হকাররা।
পতাকা ব্যবসায়ী সুরুজ আলীর জানান,ঢাকা থেকে হেঁটে পতাকা বিক্রি করতে করতে সিরাজদিখানে আসি।
বিক্রয় কেমন হয়েছে জানতে চাইলে বলেন, ভাল বিক্রি করেছি। পতাকাগুলো কত দামে বিক্রয় করেন, বড়গুলো ১৫০ টাকা, মাঝারি ১০০ থেকে ৮০ টাকা। সর্বনিম্ন ১০ টাকায়ও পতাকা পাওয়া যায়।
সারাবছর অন্য অন্য জিনিসের হকারি করেন সুরুজ। ডিসেম্বর মাসে পতাকা বিাক্র করেন তিনি।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন