মুন্সীগঞ্জে আগুনে ৩ দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের শ্রীনগরের পুরাতন ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। পরে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নেভে।
মার্কেটের মালিক ইদ্রিস মোল্লা জানান, আমার মার্কেটের তিনটি দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকার মতো হবে। দুজন আহত হয়েছে এই অগ্নিকাণ্ডে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ সোহেল রানা জানান, সকাল ১০টার দিকে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত। আনুমানিকভাবে ধারণা করা যাচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা হবে।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন